Wednesday, April 11, 2012

ভূমিকম্পে কেপেঁ উঠেছে ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো

ভূমিকম্পে কেপেঁ উঠেছে ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো। ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ ভারত মহাসাহরের উপকূলীয় ২৬টি দেশে জারি করা হয় সুনামী সতর্কতা। তবে, বাংলাদেশে জারি করা সুনামি সতর্কতা সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয় । বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৪ মিনিটে আঘাত হানে আট দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পটি। ভূমিকম্পের পরপরই আচেহর জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । সুনামীর আশঙ্কায় ছুটে যায় উচুস্থানের দিকে। প্রথম ভূ-কম্পনের পরপর আরও বেশ কটি আফটার শক অনুভুত হয়। ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও আচেহ তে স্বাভাবিকের চেয়ে ১৭ সেন্টিমিটার উচুঁ সুনামীর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ৪৯৫ কিলোমিটার দূরে মহাসাগরে মাটির ৩৩ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ বেশ কটি দেশে অনুভূত হয় এ ভূমিকম্প। ভূমিকম্পের পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে কলকাতার পাতাল রেল

                                              

No comments:

Post a Comment