Monday, April 16, 2012

বহুল আলোচিত অর্থ কেলেংকারীর ঘটনায় রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর প্রধান -কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িকভাবে বরখাস্ত

অর্থ কেলেঙ্কারীর ঘটনায় অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুর দেড়টায় রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে গণভবনে ডেকে পাঠিয়েছিলেন। প্রায় আধাঘণ্টা স্থায়ী বৈঠক শেষে মন্ত্রীর একজন সহকারী জানিয়েছিলেন, আজ দুপুরে এক সংবাদ সম্মেলন করবেন সুরঞ্জিত। তখন থেকেই জোর গুজব ছিল- পদত্যাগ করতে পারেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। দুপুরে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সুরঞ্জিত

No comments:

Post a Comment