Monday, April 16, 2012

রেলমন্ত্রী সুরঞ্জিতের পদত্যাগ (ভিডিও)

রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার বেলা একটা ২০ মিনিটে রেলভবনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনের ভিডিও......





বহুল আলোচিত অর্থ কেলেংকারীর ঘটনায় রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর প্রধান -কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িকভাবে বরখাস্ত

অর্থ কেলেঙ্কারীর ঘটনায় অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুর দেড়টায় রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে গণভবনে ডেকে পাঠিয়েছিলেন। প্রায় আধাঘণ্টা স্থায়ী বৈঠক শেষে মন্ত্রীর একজন সহকারী জানিয়েছিলেন, আজ দুপুরে এক সংবাদ সম্মেলন করবেন সুরঞ্জিত। তখন থেকেই জোর গুজব ছিল- পদত্যাগ করতে পারেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। দুপুরে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সুরঞ্জিত

Wednesday, April 11, 2012

ভূমিকম্পে কেপেঁ উঠেছে ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো

ভূমিকম্পে কেপেঁ উঠেছে ইন্দোনেশিয়া ও ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো। ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ ভারত মহাসাহরের উপকূলীয় ২৬টি দেশে জারি করা হয় সুনামী সতর্কতা। তবে, বাংলাদেশে জারি করা সুনামি সতর্কতা সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয় । বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৪ মিনিটে আঘাত হানে আট দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পটি। ভূমিকম্পের পরপরই আচেহর জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । সুনামীর আশঙ্কায় ছুটে যায় উচুস্থানের দিকে। প্রথম ভূ-কম্পনের পরপর আরও বেশ কটি আফটার শক অনুভুত হয়। ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও আচেহ তে স্বাভাবিকের চেয়ে ১৭ সেন্টিমিটার উচুঁ সুনামীর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ৪৯৫ কিলোমিটার দূরে মহাসাগরে মাটির ৩৩ কিলোমিটার গভীরে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ বেশ কটি দেশে অনুভূত হয় এ ভূমিকম্প। ভূমিকম্পের পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে কলকাতার পাতাল রেল

                                              

রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাটি আজ ছিল টক অব দি কান্ট্রি


রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাটি আজ ছিল টক অব দি কান্ট্রি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান
জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করবে। অন্যদিকে, তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। সন্ধ্যায় রেলমন্ত্রী জানান, 
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সহকারি একান্ত সচিব ওমর ফারুককে। বিস্তারিত জানাচ্ছেন মুকসিমুল আহসান
                                             

Sunday, April 8, 2012

দলীয় ও ব্যক্তি বাণিজ্যের জন্য, সমাধানে না গিয়ে..

9 April: ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মানা না হলে, সরকার পতনের একদফা আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় উদ্বোধনী বক্তৃতায় তিনি আন্দোলন ও সংগঠনকে এগিয়ে নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতিও আহবান জানান। (NTV-News)